ডেঙ্গুকে বৈশ্বিক সমস্যা বলে দায় এড়ানোর সুযোগ নেই: মেনন

  08-08-2019 09:56PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দায় এড়াতে ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল, তারাই এখন এটিকে ভয়াবহ সংকট বলছে। এখন তাদের কেউ কেউ এটাকে বৈশ্বিক সমস্যাও বলছে। বৈশ্বিক সমস্যা বলে এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এটা জনগণের প্রতি আমাদের দায়।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্বোধনকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মেননের উদ্যোগে ও মতিঝিলের প্যান প্যাসিফিক হাসপাতালের তত্বাবধানে তিন দিনব্যাপী এই কার্যক্রম চলবে।

মেনন আরও বলেন, অন্যান্য দেশে কী হচ্ছে সেটা জানব, তবে আমাদের দেশের জনগণকে রক্ষা করতে পারছি কি-না সেটাই মূল বিবেচ্য বিষয়। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন. রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পাড়া-মহল্লার ক্লাবগুলো উদ্যোগ নিলে ডেঙ্গুর উৎস এডিস মশা অবশ্যই ধ্বংস করা যাবে। একই সঙ্গে চিকিৎসার প্রস্তুতিও রাখতে হবে। এটা মৌসুমি কাজ নয়, সাংবাৎসরিক কাজ। সময়মতো ব্যবস্থা নিলে অবশ্যই ডেঙ্গুর বিরুদ্ধে বিজয়ী হতে পারব।

মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম বাবুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরূল আহসান, মোস্তফা আলমগীর রতন, আবুল হোসাইন, শেখ সেকেন্দার আলী, জাহিদুল ইসলাম টিপু, হামিদুল হক শামিম, মারুফ আহমেদ মনসুর, সুলতান মিয়া, ফারহানা ইসলাম ডলি, মিনু রহমান, সৈয়দ হাফিজুল ইসলাম, মুর্শিদা আখতার নাহার ও ডা. সাদিকুর রহমান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন