আ’লীগের প্রতিনিধিদল চীন যাচ্ছে ৩ সেপ্টেম্বর

  25-08-2019 08:31PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী মাসে চীন যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ দলটি চীন সফর করবে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রোববার বিষয়টি আব্দুল মতিন খসরু নিশ্চিত করেন।

আওয়ামী লীগের এ প্রতিনিধিদলের সদস্য হবেন ২০ জন। ইতোমধ্যে ১৫ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি পাঁচজনের নাম দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করে দেবেন বলে জানান খসরু।

এর আগে গত ২০১৭ সালে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফর করেন। দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার রাখার জন্য সরকারের পাশাপাশি দুই পার্টির মধ্যেও নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানায়।

সম্পর্ক উন্নয়নে নিমিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিও রয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েক দফায় আওয়ামী লীগের প্রতিনিধিদল চীন সফর করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন