আজ মনোনয়ন চূড়ান্ত করবেন তারেক রহমান

  07-09-2019 02:04AM



পিএনএস ডেস্ক: সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আজ বৈঠকে বসবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর -৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের যারা মনোনয়ন চেয়েছেন তাদের সাক্ষাৎকারও এ বৈঠক থেকে নেয়া হবে। সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। রংপুর-৩ আসনে ৫ জন মনোনয়ন চেয়েছেন। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। পরে স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়ে তারেক রহমান মনোনয়ন চূড়ান্ত করবেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সদ্যপ্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী, রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ এবং বিএনপির শরিক বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হবে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন