আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না : মওদুদ

  11-09-2019 02:48PM


পিএনএস ডেস্ক: রাজনৈতিক প্রভাবের কারণে আদালতে বিচারকরা মুক্ত মনে কাজ করতে পারছে না বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ কারণে আইনি প্রক্রিয়ার তাকে মুক্ত করা যাচ্ছে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি অভিযোগ করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, বেগম জিয়া দুটি মিথ্যা মামলায় বন্দী। দেড় বছর হতে চললো, তিনি জেলখানায়। রাজনৈতিক প্রভাবের কারণে আদালতে বিচারকরা মুক্ত মনে কাজ করতে পারছে না।

তিনি বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবো; কিন্তু আমাদেরকে এর সাথে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে আন্দোলনের পথ বেছে নিতে হবে এবং সে জন্য কর্মসূচী দিতে হবে।

তিনি আরও বলেন,খালেদা জিয়ার মুক্তি একমাত্র রাজপথেই আন্দোলনের মাধ্যমেই আমরা অর্জন করতে পারি। অন্যথায় সম্ভবপর হবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন