‘জাপা চাইলে রংপুরে প্রার্থী প্রত্যাহার বিবেচনা করা হবে’

  12-09-2019 07:24PM

পিএনএস ডেস্ক : জাতীয় পার্টি চাইলে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনটি আওয়ামী লীগ এবারও জাতীয় পার্টিকে ছেড়ে দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, রংপুরের আসন এরশাদ সাহেবের। এটি জোটের নিয়ম অনুযায়ী জাতীয় পার্টির ছিল। এখন জাতীয় পার্টি সংসদে বিরোধী দল। তারা আলাদাভাবে নির্বাচনে আসলে আসতে পারে, সেটা তাদের ব্যাপার। আর যদি জোটগতভাবে আমাদের কাছে আসনটি চায়… তখন আমরা বিবেচনা করব। এই মুহূর্তে আমাদের প্রার্থী আছে। যতক্ষণ পর্যন্ত না আলোচনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন