ছাত্রদলের সভাপতি কে এই খোকন?

  19-09-2019 01:59PM


পিএনএস ডেস্ক: দীর্ঘ প্রায় ২৮ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।এতে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮। নতুন সভাপতি পাওয়ার পর খোকনের পুরো পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফজলুর রহমান খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক দায়িত্বে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ান ইলেভেন থেকে সক্রিয় এ নেতার বিরুদ্ধে ২০টির অধিক রাজনৈতিক মামলা রয়েছে। আন্দোলনে সক্রিয় থাকার জন্য সরকারদলীয় নেতাকর্মীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

শোনা যাচ্ছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাওয়া ভবন খ্যাত বেলায়েত হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু গ্রুপের সিন্ডিকেট থেকে উঠে এসেছেন খোকন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন