কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে আদালতে নেওয়া হচ্ছে

  21-09-2019 01:24PM


পিএনএস ডেস্ক: কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম ফিরোজকে আদালতে নেওয়া হচ্ছে। আজ সকালেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে তাকে নিয়ে আদালতের পথে রওনা হন ধানমন্ডি থানা পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালে তাঁর নামে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র্যাাব। সেখান থেকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করে র্যােব। আটক করা হয় আরো কয়েকজনকে।

অভিযানে ইয়াবা ছাড়াও একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‌্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন