ছাত্ররাজনীতি নিষিদ্ধ করবে বুয়েট : ছাত্রকল্যাণ পরিচালক

  08-10-2019 02:24PM


পিএনএস ডেস্ক: বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মিজানুর রহমান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আবরার হত্যার বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, চলমান পরিস্থিতির আলোকে বু‌য়ে‌টে ছাত্ররাজনী‌তির কোনো প্রয়োজন নেই। আমরা বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

তিনি আরো বলেন, বুয়েটের শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের।

এর আগে আজ সকাল থেকেই বুয়েটের প্রধান ফটকের সামনে অনস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিহত আবরারের সহপাঠীরা।

এসময় ‘বিচার চাই, বিচার চাই’, ‘এই মৃত্যু উপত্যকা আমার বু‌য়েট না’, ভয় নেই আমরা আছি, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি শ্লোগান উত্তাল করে ক‌রে তু‌লে বু‌য়েট ক্যাম্পাস।

এর আগে শিক্ষাথীরা সাত দফা দাবিতে আন্দোলনে নামেন।

দাবিগুলো হলো, আবরারের খুনিদের ফাঁসি দেয়া, ৭২ ঘন্টার মধ্যে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, ভিসিকে ৫টার মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, আবাসিক হলে ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনে জড়িতদের বিচার করতে হবে, আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি দিতে হবে ও শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন