তোলারাম কলেজে ‘টর্চার সেল’, যা বলছেন শামীম ওসমান!

  18-10-2019 10:57AM

পিএনএস ডেস্ক :সরকারি তোলারাম কলেজে ‘টর্চার সেল’ প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘সরকারি তোলারাম কলেজে টর্চার সেল কোথায় আছে? যেখানে মানুষ পেটানো হয়। আছে নাকি নাই?’ যদি না থাকে তাহলে শিক্ষার্থীদের হাত তুলতে বলেন শামীম।

তিনি বলেন, ‘নাই? তাহলে আপনারা কারা যারা শহীদ মিনার ও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বলেছেন, তোলারাম কলেজে টর্চার সেল আছে। সেখানে ছাত্রদের নির্যাতন করেছেন।’

বৃহস্পতিবার তোলারাম কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোলারামে টর্চার সেল- শুনে কষ্ট লাগছে আমার। মেয়েদেরকে বলছি- কারণ তোমাদেরকে মা বা মেয়ে হিসেবে বিশ্বাস করি। তোমারা সত্যি করে বলো- যে অভিযোগ উঠেছে তা সত্যি কিনা। তা না হলে তোমারাও আল্লাহর কাছে ঠেকা থাকবা।’

এসময় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি তোলারাম কলেজের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাই এ কারণে যে, অভিযোগটি শোনার পরই তিনি নিজে চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি তোলারাম কলেজে কোনও টর্চার সেল দেখাতে পারে তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

অভিযোগকারীদের প্রতি ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আজকের ছাত্ররা যদি আশির দশদের ছাত্রদের মতো হতো তাহলে যারা এ ধরনের গুজব ছড়ায় তাদের বাড়ির একটি ইটও থাকতো না। ছাত্ররা গিয়ে তাদের মুখোমুখি দাঁড়াতো আর বলতো-‘আমাদের সন্ত্রাসী বললি কেন?’

এসময় তিনি অভিযোগকারীদের সতর্ক করে বলেন, ‘আমাদের বাচ্চাদের (শিক্ষার্থী) আর আঘাত কইরেন না। তাতে আপনার বাচ্চাও আঘাতপ্রাপ্ত হবে। ভুল থাকতে পারে, সংশোধন করেন। মতামত থাকলে সেটা বলেন। হাজার হাজার ছাত্র রাস্তায় নামলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন