‘জনগণের উপকারে আসে এমন কোনো প্রকল্প প্রধানমন্ত্রী ফিরিয়ে দেন না’

  19-10-2019 08:33PM

পিএনএস ডেস্ক : জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়েন টাকা জোগান দেওয়া কোনো সমস্যা নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমরা যখন কোনো প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাই, তিনি তখন জানতে চান এই প্রকল্প বাস্তবায়িত হলে জনগণের কি লাভ হবে। জনগণের উপকারের বিষয়টি প্রধানমন্ত্রীকে বোঝাতে পারলে তিনি কোনো প্রকল্পই ফিরিয়ে দেন না।’

আজ শনিবার দুপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে তিনি এ টার্মিনালের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারগুলোর প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দে রাজনৈতিক পরিচয়কে সরকার গুরুত্ব দেয় না। কেননা এ সরকার উন্নয়নের সরকার, ভালো প্রকল্পে অর্থ বরাদ্দে সরকার মুখিয়ে আছে। তবে প্রকল্পে কীভাবে ব্যয় হচ্ছে তার সঠিক হিসাব রাখতে হবে। কেননা এটি জনগণের টাকা।’
এ সময় তিনি মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘যেসব প্রকল্প থেকে জনগণ সরাসরি উপকার পাবে এবং তাদের উন্নয়ন হবে এমন প্রকল্প হাতে নিন। জনকল্যাণকর যেকোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে। ’

পরিকল্পনা মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নের ব্যাপারে তিনি খোজ খবর রাখছেন। মেয়রও কয়েকবার তার সাথে এ নিয়ে সাক্ষাৎ করেছেন। তাই সিলেটের মানুষের উপকারের জন্য যতটুকু প্রয়োজন তিনি করবেন।

সিলেট সিটি করপোরেশনের করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন-সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর রেজুওয়ান আহমদ, তৌফিক বক্স লিপন ও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন