বিএনপি নেতাদের পদত্যাগ অনিবার্য পরিণতি: ওবায়দুল কাদের

  08-11-2019 01:07PM

পিএনএস ডেস্ক:নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির সিনিয়র নেতারা পদত্যাগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর গুলিস্থানের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদকের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।

বিএনপির সিনিয়র নেতারা একে একে পদত্যাগ করছেন, বিষয়টা কিভাবে দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে মনে হয় এটা বিএনপির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি। আমি এক কথায় এটাই বলবো।’

দলের অভ্যন্তরে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে অনুপ্রবেশকারীদের নিয়ে একটা কথা আছে। আমাদের পার্টিতে যারা এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী নয়। অনেক ক্লিন ইমেজের লোকও আমাদের পার্টিতে এসেছে। তবে সাম্প্রদায়িক সংশ্লিষ্ট কোন ব্যাকগ্রাউন্ড না থাকে এবং কোন প্রকার মামলা-মোকাদ্দমা, অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতা না থাকে সেই সব লোকরা অবশ্যই অনুপ্রবেশকারী নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে, শুধু মাত্র এই বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশকারী হিসেবে সিলেক্ট করার বিষয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন।’

আওয়ামী লীগের সম্মেলনে যারা পদবঞ্চিত হবে বা বাদ পড়বে, তাদেরকে কোথায় রাখা হবে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আওয়ামী লীগে কেউ বাদ যায় না, দায়িত্বের পরিবর্তন হয়। এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এখানে আসবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন