খালেদা জিয়ার মুক্তির জন্যে আন্দোলনের সংকল্প যুক্তরাষ্ট্র বিএনপির

  10-11-2019 04:07PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু বলেছেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না।

৯ নভেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেছেন, প্রবাসে বাংলাদেশী জাতীয়বাদী আদর্শে উজ্জীবিতদের পুনরায় দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে আন্তর্জাতিক জনমত সোচ্চার করতে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, এখন সময় এসেছে সেই চেতনায় গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সকল ভেদাভেদ দূরে ঠেলে আন্দোলন রচনার।

আলোচনা সভায় দেশ ও প্রবাসের বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানিয়ে আরও বক্তব্য দেন ড. শওকত আলী, আলী ইমাম শিকদার, জসীম ভূইয়া, মোশারফ হোসেন সবুজ, রুহুল আমিন নাসির, সাইফুল ইসলাম লিটন, আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং কারাবন্দি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন