রাঙ্গা নিঃশর্ত ক্ষমা না চাইলে অবাঞ্ছিত ঘোষণা

  11-11-2019 11:42PM

পিএনএস ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পূর্বে সমবেশে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, মশিউর রহমান রাঙ্গা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এ সময় নূর হোসেন-এর বিরুদ্ধে মিথ্যাচার করার তীব্র প্রতিবাদ জানান তিনি।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৮৭ সালের দিকে বাংলাদেশে ইয়াবা বলতে কোনো শব্দের জন্ম হয়নি। তিনি (রাঙ্গা) জাতির কাছে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। যেহেতু জাতীয় পার্টির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী সমঝোতা আছে সেহেতু ঐক্যের স্বার্থে অবিলম্বে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান হারুনুর রশিদ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করা হয়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন