আমি বেঁচে থাকতে হাত দেবেন না, ঘুমাতে পারবেন না: শামীম ওসমান

  08-12-2019 11:55AM

পিএনএস ডেস্ক : নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দলীয় সংসদ শামীম ওসমান বলেছেন, ‘আমি বেঁচে থাকতে আমার নেতাকর্মীদের গায়ে একটা আঁচড় দেয়ারও চেষ্টা করবেন না। এক ঘণ্টাও শান্তিতে ঘুমাতে পারবেন না। যদি কেউ মনে করেন, আমার নেতাকর্মীদের গায়ে হাত দিলে নারায়ণগঞ্জ শান্ত রাখবেন তাহলে বোকার রাজ্যে বাস করছেন। ’

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় থানা আওয়ামী লীগের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে শামীম ওসমান বলেন, ‘অনেক ধৈর্য ধরেছি, অনেক চুপ থেকেছি, আর নয়’

২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার ঘটনায় করা মামলায় নিয়াজুল নামে এক অস্ত্রধারী আসামিকে হত্যার চেষ্টা করা হয়। শামীম ওসমান তার বক্তব্যে আইভীর সমর্থকদের বিরুদ্ধেও পাল্টা মামলা দায়েরের হুঁশিয়ারি দেন।


শামীম বলেন, ‘নারায়ণগঞ্জ এখন একটা চারণভূমি হয়ে গেছে। ওয়ান-ইলেভেন যারা এনেছিল সেই তারা এখন ঘন ঘন নারায়ণগঞ্জে আসছে। নারায়ণগঞ্জের বদনাম হয় র‌্যাব আর দুর্নীতিবাজদের কারণে। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু বদনাম করে না। বদনাম করে বাইরে থেকে আসা লোকজন।’

শামীম ওসমান আরও বলেন, ‘খেলা দ্রুতগতিতে এগোচ্ছে। ধৈর্য ধরেন আপনারা। আর যদি ওইরকম খেলা শুরু হয়, তাহলে ফতুল্লার নেতাকর্মীরা প্রস্তুত আছে। তখন নারায়ণগঞ্জের মাটি আর দেখা যাবে না। খালি মাথা আর মাথা দেখা যাবে। আমি জানি, সবাই প্রস্তুত আছে। ডাকলে সবাই আসবে।’

মেয়র আইভীর ওপর হামলার মামলায় তাকে আসামি করাকে ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন শামীম ওসমান।

এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন