সুনামগঞ্জে বিএনপির শোডাউনে পুলিশের বাধার অভিযোগ

  10-12-2019 03:25PM


পিএনএস ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি দাবিতে ব্যাপক কর্মী সমাগম ঘটিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচি উপলক্ষে দীর্ঘদিন পর শহরে বড় ধরনের শোডাউন করল দলটি।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসট্যান্ড থেকে শহরে মিছিলটি বের করেন নেতাকর্মীরা। মিছিলটি কিছু দূর অগ্রসর হওয়ার পর কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন জেলে বন্দি করে রেখেছে। তারা বিরোধী মত দমন করে অলিখিত একদলীয় বাকশাল কায়েম করেছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র এই দেশের গণতন্ত্রকামী মানুষ সফল হতে দেবে না। তারা দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরে নুর আলী, আনিসুল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন