বিধিমালা অনুযায়ী নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে জাকের পার্টির কমিটি

  11-12-2019 08:51PM

পিএনএস ডেস্ক : নির্বাচন কমিশন প্রদত্ত বিধিমালা অনুযায়ী জাকের পার্টি জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের কমিটিতে ৩৩ দশমিক ৩৩% ভাগ নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটি নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল হালিমের সাথে সাক্ষাৎ করে এ সব কমিটি জমা দেয়।

এ পর্যায়ে জেলা ও মহানগর মিলিয়ে ৪৪ টি এবং থানা ও উপজেলা মিলিয়ে ২১১ টি কমিটি জমা দেয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আ ন ম মনিরুজ্জামান, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক শামীম হায়দার ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন জামাল।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন