আইন এখন নিজের গতিতে নয়, চলে সরকারের গতিতে: রুমিন ফারহানা

  16-01-2020 10:05AM

পিএনএস ডেস্ক: বর্তমান সরকারের আমলে আইনের শাসনের চরম অবনতির কথা তুলে ধরে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এ দেশে আইনের শাসন তার নিজ গতিতে চলে না। চলে সরকারের গতিতে। সেজন্যই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭০ বারের মতো পেছানো হলো।

বর্তমানে সরকারের চাওয়া ও ইচ্ছে অনুযায়ীই যেকোনও ঘটনার আইনি ব্যবস্থা নেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

গতকাল বুধবার জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর বারবার হামলার ঘটনার কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, ‘ভিপি নুরের ওপর কেন বারবার হামলা হয়, কেন তিনি বারবার মার খান- স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আমারও একই প্রশ্ন। কিন্তু এর জবাব তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকার কথা। প্রথমবার মার খাওয়ার পর কোনও বিচার হয়নি, তাই নুরুল হক বারবার মার খান।’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া হচ্ছে কিনা- এ নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যারিস্টার রুমিন বলেন, ‘২০১৯ সালে গড়ে প্রতিদিন একজনের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড খুব সম্ভবত বৈধ হতে যাচ্ছে। কারণ গতকালও (মঙ্গলবার) আমরা দেখেছি সরকার ও বিরোধীদল- উভয় দলই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে মত দিয়েছেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন