নির্বাচিত হলে জবাবদিহিতা নিশ্চিত করব: আতিকুল

  17-01-2020 06:23PM

পিএনএস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে কাউন্সিলর ও এলাকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিমাসে ওয়ার্ডে ওয়ার্ডে টাউন হল মিটিং করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শুক্রবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে রাজধানীর বাউনিয়া এলাকায় গণসংযোগকালে আতিকুল ইসলাম এসব কথা বলেন। এদিন সকালে কালিবাড়ি (বালুঘাট) বাউনিয়া মোড় গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। এরপর মানিকদি, মাটিকাটা, লালসরাই এলাকায় গণসংযোগ চালান। দুপুরের পর ভাষানটেক, বাইগারটেক, আলব্দীটেক, বারনকোট, দামালকোট ও বিআরবি কলোনি এলাকায় নৌকার পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী।

আতিকুল বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিটি করপোরেশনের সকলকে জবাবদিহিতার আওতায় আনব। এলাকার যত সমস্যা আছে যেগুলোর সমাধান হয়নি, যেসব উন্নয়ন কাজ বাকি আছে সেগুলো সমাধান করা হবে। এছাড়া কোন কাজগুলো আগে করতে হবে, অর্থাৎ সমস্যা চিহ্নিত এবং তার সমাধানের উদ্যোগ নেওয়া হবে টাউন হল মিটিংয়ে। যার মাধ্যমে জনগণের কাছে আমাদের সবার জবাবদিহিতা থাকবে।’

তিনি বলেন, ‘আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে, আমার কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে সিটি করপোরেশন ও আমাদের যা আছে তাই দিয়ে জনগণের সেবা করে যাব। যা আছে তাই দিয়েই সেবা করে যেতে হবে। জনগণের কাছে এটি আমাদের অঙ্গীকার।’

নির্বাচিত হলে আগামী ছয় মাসের মধ্যে বাউনিয়া এলাকায় প্রশস্ত সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, যেখানে ২০ ফিট রাস্তা আছে সেটিকে অন্তত ৬০ ফিট করতে হবে। আপনারা এ এলাকায় সুয়ারেজ লাইনসহ প্রশস্ত রাস্তা চেয়েছেন। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলে আগামী ছয় মাসের মধ্যে এখানে প্রশস্ত রাস্তা হবে। সুয়ারেজ লাইন থাকবে, বাতি থাকবে। কীভাবে হবে? কারণ বিগত নয় মাস ধরে এ কাজ শুরু করেছি আমরা।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার আছে শুধু ফ্রন্ট গিয়ার। আর এই ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার। নয় মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি আপনারা যদি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ছয় মাসের মধ্যে শুরু করব ইনশাআল্লাহ।

গণসংযোগকালের আতিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন