ইভিএম হলো ডিজিটাল বাটপার মেশিন: ফয়জুল করীম

  14-02-2020 08:55PM

পিএনএস ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ডিজিটাল বাটপার মেশিন বলে অভিহিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকারের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এ সময় তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রোবট ম্যান নির্বাচন কমিশনারের পদত্যাগ এখন সময়ের দাবি। সামনে ইউপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে অথবা সিইসিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন দায়িত্বশীলরা ইউপি নির্বাচনে সরকারি পূর্ব নির্ধারিত এজেন্ডা প্রতিহত করতে বাধ্য হবে।

মুফতি ফয়জুল করীম এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা জেলার ইউনিয়ন প্রতিনিধিদেরকে সজাগ থেকে আগামী ইউপি নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহবান জানান।

তিনি বলেন, আজ দীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। সন্ত্রাস, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। তাই দ্বীন প্রতিষ্ঠায় ইউনিয়ন প্রতিনিধিদের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আলহাজ্ব সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও: ইউনুছ আহমাদ, আরো বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাও: মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন