আইনজীবীদের নিয়ে বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা

  26-02-2020 08:16PM

পিএনএস ডেস্ক : দীর্ঘ দুই বছর যাবত কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোয়া ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

এছাড়াও খালেদা জিয়ার আইনজীবী প্যানেলে সদস্য ও দলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবদীন ও এ জে মোহাম্মদ আলী উপস্থিত রয়েছেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন