অনুমতি মেলেনি বিক্ষোভের, রোববার সব থানায় বিক্ষোভ

  29-02-2020 01:04PM

পিএনএস ডেস্ক:রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় কাল রাজধানীর সব থানায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশ পালনের কথা ছিল, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে, তারা সমাবেশ করতে দিচ্ছে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি রয়েছেন বেগম জিয়া। এরমধ্যে প্রায় ১০ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন