বাংলাদেশকে গ্রাস করতে ধেয়ে আসছে করোনাভাইরাস : ফখরুল

  29-03-2020 09:47PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে মরণঘাতী করোনাভাইরাস ধেয়ে আসছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম, বর্ণ-নির্বিশেষে প্রতিটি মানুষকে “লকডাউন”, “কোয়ারেন্টাইন” কিংবা “সেলফ আইসোলেশন” প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভব নয়। প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছেন। করোনাভাইরাসের মহা আতঙ্কে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন লম্বা হয়েই যাচ্ছে। লকডাউন, আইসোলেশন, সেল্ফ কোয়ারেন্টিনে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চীন থেকে প্রথম ছড়িয়ে পড়া এ মহামারী ভাইরাস রোধে বাংলাদেশ সরকার উদাসীন না থাকলে এ দেশে এর তীব্রতা হয়তো এত প্রকট হতো না। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, এ মহামারে আরও কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। প্রাণসংহারী এই ভাইরাসের আতঙ্কে বাংলাদেশসহ বিশ্ববাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই অবস্থার দ্রুত অবসান না হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কী হবে, তা সহজেই অনুমেয়।’

ফখরুল আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সকল রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট। এই মহাসংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন