মার খেয়েছি, কিন্তু স্বৈরশাসকের কাছে হার মানিনি: নুর

  19-07-2020 05:19PM

পিএনএস ডেস্ক: সারাদেশে পুলিশি হয়রানির প্রতিবাদ ও নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, মো. আতাউল্লাহ, রাশেদ খাঁনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নুরুল হক নুর বলেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে বারবার মার খেয়েছি কিন্তু স্বৈরশাসকের কাছে হার মানিনি। আমাদের সংগঠনের (ছাত্র অধিকার পরিষদ) পাঁচজন নেতাকর্মী বেঁচে থাকলেও স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

চট্টগ্রাম বন্দরে ভারতকে অগ্রাধিকারের কথা তোলে তিনি বলেন, সরকার দেশের মধ্যে অন্যায় কাজ করতে করতে আন্তর্জাতিক বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করে ফেলছে। যার ধরুন সরকার বিদেশি কারও কথার বিরুদ্ধে কথা বলতে পারে না। তারা চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজের পণ্য অগ্রাধিকারের ভিত্তিতে খালাস করার যে চুক্তি করেছে তাতেই বুঝা যায়, সরকার দেশের প্রতি কতটুকু দায়বদ্ধ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন