করোনার চেয়েও দুর্নীতিতে শক্তিশালী আওয়ামী লীগ: রিজভী

  22-07-2020 03:00PM

পিএনএস ডেস্ক: ‘করোনার চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী’- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উদ্ধৃতি টেনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনার চেয়ে আওয়ামী লীগ অবশ্যই শক্তিশালী। তবে সেটি দুর্নীতি আর লুটপাটে। দেশের চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক, ভেন্টিলেটর ও অক্সিজেন নিয়ে সরকারদলীয়দের দুর্নীতি-লুটপাটের যে মহোৎসব চলছে সেটি তাদের শক্তির পরিচয়।’

সরকারের উন্নয়নের ছোঁয়া ‘সম্রাট-সাহেদদের পকেটে যায়’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকার কি শোষকদের পক্ষে? সরকার কি মহাজনদের পক্ষে? সরকার কি শুধু ধনীদের পক্ষে? এই নিরন্ন-অসহায়-দুস্থদের পক্ষে কি সরকারের কোনও দায়িত্ব নেই। করোনার চেয়েও দুর্নীতিতে শক্তিশালী আওয়ামী লীগ সরকার।’

সরকারের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘নিরন্ন-অসহায়-দুস্থদের প্রতি সরকারের কোনও দায়িত্ব নেই, কারণ তাদের দলের লোকেরাই দুর্নীতি লুটপাট করে নিজেদের পকেট ভারি করছে। তারা চায় ফ্লাইওভার করতে, বড় বড় রাস্তাঘাট করতে। কারণ এগুলো করলে অটোমেটিক্যালি কাঁচা টাকা আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রী-এমপিদের পকেট আসে। এ কারণেই মেগা প্রজেক্টের দিকে সরকারের এতো নজর। কিন্তু শ্রমিক বাঁচানো, কল-কারখানা বাঁচানোর দিকে তাদের কোনও মনোযোগ নেই।’

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈদের আগে সকল কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘আমি অবিশ্বাস করি না তারা করোনার চাইতেও শক্তিশালী। করোনা ভাইরাসের কারণে আজকে যে ভেন্টিলেটর দরকার সেই দুর্নীতিতে তারা করোনার চেয়ে শক্তিশালী। করোনা ভাইরাসের কারণে আজকে যে মাস্ক দরকার সেই নকল মাস্ক তৈরিতে আওয়ামী লীগ করোনা ভাইরাসের চেয়েও শক্তিশালী। যে অক্সিজেন দরকার সেই অক্সিজেন দুর্নীতিতে করোনার চেয়ে আওয়ামী লীগ সরকার অবশ্যই শক্তিশালী।’

বিএরপির এই মুখপাত্র বলেন, ‘চারিদিকে আজ দুর্নীতির কারণে সমাজের লুটেরা বসে আছে। এই লুটেরা দেশকে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে দিচ্ছে না। যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আজকে সেই দেশ লুটপাটের দেশে পরিণত হয়েছে। সেই সঞ্চয়গুলো আজকে আত্মসাতের জায়গায় পরিণত হয়েছে।’

একদিকে চলছে লুটপাট-দুর্নীতি অপরদিকে রিজেন্ট-জেকেজির মহাসমারোহ- এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে। মহামারি করোনা দুর্যোগের মাঝেও একদিকে চলছে সরকারের লুটপাট অন্যদিকে চলছে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষের আহাজারি। কারণ এই সরকার কখনোই জনগণের উন্নয়নে কাজ করে না। তারা শুধু মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের লোকদের পকেট ভারি করতে চায়।’

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘নকল মাস্ক সরবরাহ, ভেন্টিলেটর ছাড়াই বিনা চিকিৎসায় মানুষ মেরে ফেলার নাম আওয়ামী লীগ সরকার। মহামারি দুর্যোগেও বিদ্যুতের অতিরিক্ত বিল, সবজিসহ সব পণ্যের দাম আকাশছোঁয়া। তাহলে বুঝুন, শ্রমিকের কী অবস্থা? গ্রামের মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এজন্যই আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী। এদিক থেকে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিকই বলেছেন।’

তিনি বলেন, ‘আজকে রাষ্ট্রায়ত্ত ২৬ টি পাটকল বন্ধ করায় সেসব কারাখানার শ্রমিকদের বাঁচার কোনেও অধিকার থাকলো না। তাদের এখন মানবেতর অবস্থা? মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বন্ধ। আজকে সরকারের একটি দফতরে একটি বটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটা চামচ ১ হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছেন ২ লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ। তারা আসলেই করোনার চেয়ে দুর্নীতি আর লুটপাটে শক্তিশালী।’

রিজভী বলেন, ‘আজকে বিশ্বে সিনথেটিক বন্ধ হয়ে গেছে। সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু আমাদের পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা কেনো করা হলো? উদ্দেশ্যে হলো লুটপাট। অথচ পাট দিয়ে ২০০ টি পণ্য উৎপাদন করা সম্ভব। যা বিশ্বে রফতানি করে বছরে বহু টাকা আয় করা সম্ভব। কিন্তু সরকারের নীলনকশা অনুযায়ী পাটকলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অসংখ্য মানুষ বেকার ও কর্মহীন হয়ে গেছে। অথচ সরকারের উচিত ছিল শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জন্য এগিয়ে আসা।’

তিনি আরও বলেন, ‘আজকে একদিকে রিজেন্ট-জেকেজির লুটপাট অন্যদিকে সরকারের দুঃশাসন ও নিরন্ন মানুষের আহাজারি। আজকে কোথায় সরকারের উন্নয়ন? সামান্য বন্যায় ভেসে যায় গরিবের ঘরবাড়ি। আজকে মেয়র নির্বাচনের আগে কত কথা তো তারা বললো! কিন্তু ভোটের আগেরদিন তারা ভোট করে নিলো। সুতরাং তাদের দিয়ে কোনো উন্নয়ন আশা করা যায়। এই অবস্থা বেশিদিন চলতে পারে না।’

এসময় দলীয় নেতাকর্মীদে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক হুমায়ূন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, মফিদুল ইসলাম মোহন, জুলফিকার মতিন সুমন ভুইয়া, আলহাজ্ব উদ্দিন প্রমুখ। এসময় স্বেচ্ছেসেবক দলের মোর্শেদ আলমসহ শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন