বিএনপি অভিযোগ করার জন্যই নির্বাচনে অংশ নেয় : ওবায়দুল কাদের

  18-10-2020 02:01PM


পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করছে; জেতার জন্য নয়, অভিযোগ করার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নেয়।'

আজ রবিবার রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ছিল। দুটি আসনেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। বিএনপি কারচুপি ও এজেন্টদের হয়রানির অভিযোগ এনে এ নির্বাচন বয়কট করে ও ফল প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন