পিএনএস ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। মাত্র ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।
শুক্রবার মধ্য রাতের সংঘাত ছাড়া নিরাপত্তা বলয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী ১০ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৮১৪ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৬২১। ১৬৭ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
অন্যদিকে, উভয় প্রার্থীর সমর্থকরা নিজেদের বিজয়ী দাবি করে বিক্ষোভ মিছিল করে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কবস্থায় রয়েছে।
পিএনএস/এসআইআর
নবীগঞ্জে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন বিএনপির ছাবির আহমদ
