চসিক নির্বাচন: ভোটাররা খুশি মনে ভোট দিচ্ছেন, দাবি আ.লীগের

  27-01-2021 02:50PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটাররা খুশি মনে ভোট দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন। খুশি মনে ভোট দিচ্ছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কাছে তথ্য আসছে। বিএনপির এতো ষড়যন্ত্রের পরও আমরা ভোটে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আমরা বিশ্বাসী।

ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, পুলিশ লাইন্স স্কুল কেন্দ্রে বিএনপির কর্মীরা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের ছেলে তানভীর ফয়সাল ইভানকে মারধর করেছে। চান্দগাঁওয়ে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের এজেন্টদের মারধর করেছে।

বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকা নিয়ে জানতে চাইলে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনে প্রোপাগান্ডা চালায়। নির্বাচনে তারা আসবেন না, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখেন।

তবে কয়েকটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন