বিএনপির কাছে ২০০ আসন চাইবে কল্যাণ পার্টি

  20-02-2021 12:42AM

পিএনএস ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টি। বৃহস্পতিবার কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা উঠেছে যে, কল্যাণ পার্টি কি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে এককভাবে কিংবা নতুন কোন জোট গঠন করে ২০০ আসনে প্রার্থী দেবে। তবে কল্যাণ পার্টি ২০ দলীয় জোট ছাড়বে না। বরং ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপির কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসন চাইবে দলটি।

এবিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানান, আমরা ২০ দলীয় জোট থেকে বের হবো না। জোটকে বলবো, আমরা ২০০ আসনে প্রার্থী দেব।

গত ১৮ ফেব্রুয়ারি আগামী সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমান সরকারের অধীনে কল্যাণ পার্টি সংসদ নির্বাচনে যাবে না। একটি নিরপেক্ষ সরকার ও নতুন করে গঠিত নির্বাচন কমিশনের অধীনে কল্যাণ পার্টি নির্বাচন করতে চায়। এজন্য এখন থেকেই সরকারকে তা করতে বাধ্য করতে হবে।

আগামী নির্বাচনে কি বিএনপি আপনাদের ২০০ আসন দেবে- এই প্রশ্নের জবাবে কল্যাণ পার্টির চেয়ারম্যান জানান, বঙ্গোপসাগরে তো অনেক পানি গড়ায়। দেখা যাক কি হয়। আর এখনো তো অনেক দেরি আছে।

‘আগামী নির্বাচনে কল্যাণ পার্টি বিএনপির কাছে ২০০ আসন চাইবে, বিএনপি কি তাদেরকে এতো আসন দেবে’- জানতে চাইলে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এখনো নির্বাচন ঘোষণা হয়নি। কাজেই এবিষয়ে এখন কোন কথা বলতে পারবো না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন