কী আলোচনা হলো বিএনপির হাইকমান্ডের বৈঠকে?

  19-04-2021 01:03AM

পিএনএস ডেস্ক : দলকে শক্তিশালী করে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে যেতে দলের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা।

রোববার দলের সর্বোচ্চ হাইকমান্ডের সাথে এক ভার্চুয়াল বৈঠকে তারা এ পরামর্শ দেন। বিকাল সাড়ে ৩ টা থেকে তিন ঘন্টার এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৩ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, বৈঠকে কয়েকজন নেতা সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। নিখোঁজ ইলিয়াস আলীর ইস্যুতে দলের নেতাদের জড়িয়ে যেভাবে তিনি বক্তব্য দিয়েছেন তাতে পুরো দলকে তিনি বিব্রতকর অবস্থায় নিয়ে গেছেন। একজন সিনিয়র নেতাকে আরো সতর্ক হয়ে বক্তব্য দেয়ার বিষয়ে তারা গুরুত্বরোপ করেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া করোনায় স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতা- কর্মীদের নির্দেশনা দিতে বলা হয়েছে।

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, আব্দুর রশীদ সরকার, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. শাহিদা রফিক, গোলাম আকবর খোন্দকার, হাবিবুর রহমান হাবিব, তাহমিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক সুকমল বডুয়া, বিজন কান্তি সরকার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন