স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খালেদা জিয়া

  04-05-2021 12:32PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তাকে অক্সিজেন মাস্কের মাধ্যমে আলাদা অক্সিজেন দিতে হচ্ছে না।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক টিমের একটি সূত্র এ কথা জানিয়েছে।

এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের দুপুরে বসার কথা রয়েছে।

এর আগে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসনকে সোমবার বিকেল ৪টায় এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে স্থানান্তর করা হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। গত ২৭ এপ্রিল তাকে ভর্তি করা হয়।

করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল, কিন্তু ফলাফল পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসন ছাড়াও তার বাসার ১৪ জন স্টাফ করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে এখনো খালেদা জিয়াসহ চারজন করোনা পজিটিভ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে প্যারোলে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন