যুব মহিলা লীগ নেত্রীকে হুমকি, থানায় অভিযোগ

  06-05-2021 05:44PM

পিএনএস ডেস্ক: ঢাকার সাভারে যুব মহিলা লীগের নেত্রী কনক চাঁপা কনাকে (৩২) এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ মে) থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।

এর আগে গত বুধবার (৫ মে) উপজেলার পার্বতীনগরের মোশাররফের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কনক চাঁপা কনা সাভারের ইমান্দিপুরের আব্দুল কুদ্দুস মিয়ার কন্যা।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শয়নকক্ষে বসে ফল খাচ্ছিলেন ভুক্তভোগী। এসময় অজ্ঞাতনামা ৬-৭ জন তার বাড়ির সামনে রাস্তায় এসে জানালায় ইট ছুঁড়ে উচ্চস্বরে তাকে গালিগালাজ করতে থাকে। একইসঙ্গে তাকে সাভার ছাড়ার হুমকি দিয়ে কথা না শুনলে করুণ পরিণতি ভোগ করা হবে বলে হুমকি ধমকি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দুইটি অটোরিকশাযোগে পালিয়ে যায়।

ভুক্তভোগী কনক চাঁপা কনা বলেন, সাভারের জাহিদুর রহমান জাহিদ ওরফে পলাশের বিভিন্ন অপকর্মের বিরোধিতা করায় তার লোকজন আমার ওপর এ হামলা চালিয়ে থাকতে পারে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন