বুধবারও কেন অফিস খোলা, জানালেন প্রতিমন্ত্রী

  11-05-2021 07:06PM

পিএনএস ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাকরিজীবীসহ সবাইকে ঢাকায় রাখতেই সরকার এ ছুটি সাজিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল ২৯ রমজান অর্থাৎ বুধবার অফিস খোলা থাকবে।

তিনি বলেন, বর্তমান বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেওয়া হচ্ছে। আমরা চাই না কেউ এখান (ঢাকা) থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের ঢাকায় রাখার কথা বলা হয়েছে।

এভাবে গ্রামে গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এ জন্যই আমরা ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন