ফখরুলের কান্নাকে যেভাবে দেখছেন আ’লীগ নেতারা

  26-08-2016 08:16AM


পিএনএস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নাকে ভিন্নভাবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে তারা বিভিন্ন বক্তব্যও দিচ্ছেন। তারা বলছেন, বিএনপি জাতিকে বারবার কাঁদিয়েছে। বিএনপির চোখে অশ্রু মানায় না।

গত মঙ্গলবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণসহ ৩০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কেঁদেছিলেন বিএনপির মহাসচিব।

‘দেশে এখন একনায়কের স্বৈরশাসন চলছে, বিরোধী মতকে দমন করতে রাতের আঁধারে সাদা পোশাকধারীরা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মানুষ। প্রতিনিয়ত খালি হচ্ছে মায়ের বুক, কোথাও পাওয়া যাচ্ছে না সুবিচার। এ কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

‘প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে আপনার ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে তাদের মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব আসে, এতে দিতে গিয়েই দেখে বলে যে, স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এত মামলা, পালিয়ে চলে এসেছি, এখন হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেপেলে।’-এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে মির্জা ফখরুল।

এ বক্তব্যের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি কান্নার দল না। তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না।

তিনি বলেন, বিএনপি জাতির উপর বারবার আঘাত করে কাঁদিয়েছে। ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে এ জাতিকে কাঁদিয়েছিল জিয়াউর রহমান। শেখ হাসিনার উপর ১৯বার হামলা করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে দেশের মানুষকে কাঁদিয়েছে। তারা হত্যাকারীর দল। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের মানুষকে আবারও কাঁদায় দলটি। এই হত্যাকারীর চোখে অশ্রু মানায় না।

অন্যদিকে বুধবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, আমরা কাঁদতে ভুলে গেছি। ৪১ বছর কেঁদে কেঁদে আমাদের চোখের জল শুকিয়ে গেছে। পঁচাত্তর থেকে ৪১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্তে রঞ্জিত আপনাদের হাত। এখন কার জন্য মায়াকান্না করছেন?’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন