আমীর চারুর কবিতা

  11-11-2016 04:37PM

পিএনএস: মরে যেতে ইচ্ছে করে

এক একটা দিন আমার খুব মরে যেতে ইচ্ছে করে !
তুমুল বৃষ্টির রাতে দ্বিধা গুলো সংজ্ঞাহীন সুতায় গেঁথে
আমার খুব চলে যেতে ইচ্ছে করে ।
আমার খুব ইচ্ছে করে
দীর্ঘশ্বাস গুলোকে নৈঃশব্দের ট্রেনে তুলে দিয়ে,
বেদনা গুলো কে কালরাত্রিগামী নৈরাজ্যের ভেতরে ছুড়ে দিয়ে ,
কষ্ট গুলো কে ইতিহাসের নাভিরন্ধ্রে বন্ধক রেখে,
শোক গুলো কে সর্বস্বতার কফিনে পুরে দিয়ে,
সত্যি, আমার খুব মরে যেতে ইচ্ছে করে ।

স্বরচিত সময়ে সাপিনীর বিষ দাঁত দেখে দেখে আমি বড় ক্লান্ত,
মৃতপ্রাণ কালাকালের উদয়াস্ত ছলাকলা দেখে দেখে আমি আজ ম্রিয়মাণ ,
জেনে গেছি বোধিসত্ত্বে আর জন্মাবে না বিদ্রোহ
তাই আমার খুব বেঁচে না থাকতে ইচ্ছে করে ।


2.

আমিও লাস্ট বেঞ্চি
- আমীর চারু বাবলু

আমিও প্রেমিকার পদধ্বনি বুকে ফেরা যাযাবর প্রাণ ,
আমিও আততায়ী জ্যোৎস্নায় ছুঁয়ে দেখি রাতের ফসিল ,
দরপতনের হাড়ে আমিও বাজি রেখেছি আমার সর্বস্ব ,
আমাকেও পিছে ফেলে বন্ধুরা সেই কবেই পৌঁছে গেছে গন্তব্যে ,
অঙ্ক ভুলের যন্ত্রণা বুকে চেপে যে খেয়াটির প্রতীক্ষায়
এতকাল বসে আছি
সে আর আসেনি ফিরে ।
তবুও বুকের ভেতর স্বপ্নের সিঁড়ি বেয়ে ভৌতিক সন্ধ্যায়
আত্মহননের গান শুনি ;
পুলসুরাত পার হবার গোপন পথের সন্ধানে
বিনিদ্র নগ্ন ভ্রমণ শেষে ফিরে আসা
নদী ও মানুষের কাছে ,
মেঘ, পাখি ,মৃত্তিকার কাছে ।কেননা
নৃ-সংসরে আরো কিছু গোপন স্মৃতি জমা রেখে,
আমিও ঠিক পৌঁছে যাব দেখ !
যদি হাড়ের ফসফরাসে জন্ম নেয় একটা কবিতা
প্রেমিকার চুম্বন দাগ মুছে দিতে ........

3.
জাগো, জাগাও জাগিয়ে তোল
- আমীর চারু ।
তুমিই শেষ ভরসা!
ভালো করে দেখে নাও ফিল্ড ।
তোমার ডাইনে পয়েন্টে - হিংস্র নেকড়ের দৃষ্টি নিয়ে
দাঁড়িয়ে আছে ইয়ার-লতিফ খাঁ ।

পিছনে উইকেট কিপার
বিশ্বাস ঘাতক মীর জাফর ,
গ্লোবে ধারালো তীক্ষ্ণ ছুরি ,
সামান্য এদিক ওদিক দৃষ্টি বিভ্রম হলেই
তোমার উইকেটে না
ভেঙে যাবে আমাদের বুক-পাঁজর ।

বোলিং-এ দুর্ধর্ষ লর্ড ক্লাইভ !
যার নিখুঁত নিশানায়-
এক একে ঝরে গেছে আমাদের
ওপেনিং, মিডল অর্ডার সব ভরসা
সাজঘরে ফিরেছে
চোখের জল মুছতে মুছতে ----
তোমার দিকে চেয়ে আছে
তোমার সতীর্থ বত্রিশ কোটি চোখ ।

গ্যালিতে - উঁমি চাঁদ
আমাদের সোনালী, রুপালী ইলিশ
খেয়ে ফেলেছে এই চক্রান্তকারী !

আমাদের তিতাস, আমাদের রাজকোষের তফিল
এখন জগত শেঠের দখলে !
ভালো করে দেখে নাও
মিড অফে - কী রাক্ষসে নজর নিয়ে দাঁড়িয়ে আছে প্রধান ষড়যন্ত্রী !

ফাইন লেগে - রাজ বল্লভ
আমাদের সুন্দরবন ,
আমাদের পশুর নদ ,
আমাদের সুন্দরী, গজারি, গোলপাতা, মৌমাছি , চিতল হরিণ
যার লোলুপ জিহ্বার লালায় আজ মৃতপ্রায় ।

আমাদের পদ্মা, মেঘনা, মধুমতী ,
নদী গুলোর স্রোতের ধারা কবেই দখল নিয়েছে মীর্জা বেগরা !
থার্ড ম্যানে , স্লিপে কৃষ্ণ চন্দ্র, দুর্লভরাম, মুন্সি নবকিষন, রামচাদ
আরো একবার দেখে নাও ।
আমাদের সব গেছে ,
গাজা, ফিলিস্তিন , সিরিয়া নয়
আমাদের শিশুদের
স্বদেশের মাটিতে প্রকাশ্যে গলা টিপে হত্যা করে
ঘোসেটি বেগমেরা ।
আমাদের নারীরা উৎসব পর্বণে
শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লাঞ্ছনায় কুঁকড়ে যায় ।
বাউন্ডারি সার্কলে কাঁটাতারে ঝুলে থাকে
ফেলানি - বোন আমাদের ।

এখন
শুধু বাকি আছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের
সবুজ ঘাসের পিচ ।
হে বন্ধু, তুমি শেষ ভরসা ।
হে তরুণ তুর্কী ,
হে বাঘা বাঙালি , টাইগার
বন্ধু আমার
তোমার ধারালো নখের থাবায়,
তোমার ক্ষিপ্র গতিতে,
নিশান ভেদি দৃষ্টিতে ,
তোমার শিকার চিনে নেওয়া নাসিকা রন্ধ্রে
আমাদের বিশ্বাসী শেষ সম্বল ।

তোমার মধ্যেই
সিরাজ, মীর মদন, মোহন লাল,
তিতুমীর, বাঘা যতীন,
সুভাষ চন্দ্র, সূর্য সেন ,
শেরে বাংলা, ভাসানী
তুমিই
শেখ মুজিব
জাগো ,জেগে উঠ, জাগিয়ে তোলো ।

দিগন্তে ঢলে পড়েছে সূর্য
সময় নেই হাতে আর-------

4.
সভ্যতার ছেঁড়া পথে - সাত ।
- আমীর চারু ।
দৃশ্য-অদৃশ্য অভিজ্ঞান ঝেড়ে ফেলে দিয়ে ,
প্রেমে-অপ্রেমে, গ্রীষ্ম কী শীতে-
আমি তোমার কাছে যেতে চাই ।
প্রতিবার খুন হবার আগে ,
প্রতিবার গুম হবার আগে;
প্রতিবার ধর্ষণে কুঁকড়ে যাবার আগে ,
প্রতিবারই ছলাকলায় ডুবে মরার আগে ,
সন্ত্রাসের বৃষ্টিতে আপদমস্তক ভিজে যাবার আগে ,
রাজনৈতিকের প্রলুব্ধ মিথ্যা আশ্বাসে
দৃষ্টিভ্রমের আগে -
আমি কেবল তোমার কাছে যেতে চাই ,
খুবই সন্তর্পণে বলে যেতে চাই ------ ভালবাসি ।
প্রতিবারই আমার কন্ঠে স্তব্ধ আঁধার ঢেলে দেয় ওরা,
প্রতিবারই আমার পথে জলপাই রঙের সন্ত্রাস !
প্রতিবারই চোখের সীমায় প্রেতাত্মার পৈশাচিক নৃত্য !
প্রতিবারই নৈরাজ্যের সন্ত্রাস !
প্রতিবারই শকুনের ছাঁয়া নেমে আসে
আমার মানচিত্রে !
প্রতিবারই আমার অনুক্ত ভালোবাসা প্রকাশের আগে
হীনমন্যতার চঞ্চুতে, হিংস্র নখরে, শাণিত ছুরির ফলায়
আমাকে খুন করা হয়, নির্মম ভাবে
খুন করা হয় আমাকে !
যতবার বলতে চাই হে প্রিয়তম, আমি তোমাকে-ভালবাসি
ততবারই
খুন হয়ে যাই আমি !


পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন