হকি খেলার কল্পকাহিনী

  28-03-2017 09:52PM

পিএনএস (মোঃ সিজান আহম্মেদ): বহু বছর অগের কথা। তখনকার দিনে লোকদের বয়স হলেও শরীরে হিম্মত ছিল। শরীর মজবুত ছিল। হঠাৎ গ্রিসের এক মরু অঞ্চলের মানুষদের মাঝে ‘বৃদ্ধ’ রোগ মহামারী আকার ধারণ করল। সেখান থেকে শুরু। গ্রিস থেকে মিশর, মিশর থেকে তুরস্ক, তুরস্ক থেকে কঙ্গো, কঙ্গো থেকে সারা বিশ্বে এ রোগ মহামারীরূপে ছড়িয়ে পড়ল। জাপানে এখনও যে বৃদ্ধ রোগীরা থাকে, তারা ঐ রোগের সর্বশেষ উত্তরসূরী। তারা বাঁচে বেশিদিন। তাই জাপানকে বৃদ্ধদের দেশ বলা হয়। যাহোক, এ রোগ যখন মঙ্গোলিয়ায় পৌছাল; তারা তো অতিষ্ট। কুস্তি, ঘোড় দৌড়, তলোয়ার, কাবাডি ইত্যাদি খেলা ছেড়ে দিয়ে এক পার্কে ‘হ্যাকিং’ নামে এক বৃদ্ধ পান খাচ্ছিল। বৃদ্ধ হলে পান খাওয়ার স্বাদ তাতো বৃদ্ধ রোগী মাত্রই উপলব্ধি করতে পারবে। হ্যাকিংয়ের হাঁটার জন্য হাতে ছিল বাকানো হাতলওয়ালা হকি স্টিকের মত লাঠি। তার সাথে ছিল বড় বড় ক্রিকেট বলের মত সুপারী। হ্যাকিং সুপারীগুলো দিয়ে বাঁকানো লাঠির সাহায্যে দূরে মেরে তা উপভোগ করতে লাগল। প্রত্যেক লাঠির আঘাতে টুক-টুক করে আওয়াজ হতে লাগল। দূও থেকে আরেক বৃদ্ধ তা পর্যবেক্ষন করে সেও এটা করতে লাগল। এভাবেই মহামারী রোগের মত ছড়িয়ে পড়ল বৃদ্ধদেও এই ঐতিহ্যবাহী খেলা। আজও অভিজাত লোকেরা এ খেলা খেলছে। কত দেশে পেল ন্যাশনাল গেমের স্বীকৃতি, কত সম্মান, কত আর্ন্তজাতিক মর্যাদা। এখনও ষাটের ওপারে বয়স পেরুলেই বৃদ্ধ রোগ মানুষের মাঝে বাসা বাঁধে। তবে হকি খেলা ছড়িয়ে পড়ল আবাল-বৃদ্ধ, বনিতা, ছেলে-বুড়ো, কিশোর, বালক-বালিকা, যুবক-যুবতী সবার মাঝে।

লেখক: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন