এভাবে যারা করছে পাস

  05-05-2017 02:31PM


মো: মিজানুর রহমান

আগামী দিনের ভবিষ্যৎ
আজকের ছাত্র-ছাত্রীরা।
নেই অভ্যাস আজ তাদের
আগের মতো
রাতজেগে পড়া-লেখা করা।
দিয়েছে তাদের হাতে ধরা
ফেসবুক আর চ্যাটিং করা।
এই নিয়ে তারা
নিত্যদিন থাকে ব্যস্ত,
একাডেমিক কাজ ফেলে সমস্ত।
শিক্ষকের আদেশ করে না পালন
পড়া-লেখায় তারা দেয় না মন।
পরীক্ষা এলেই করে হাসফাঁস
পরীক্ষা দেয় তারা করে প্রশ্নফাঁস।
ফলাফলে দেখা যায়
‘এ প্লাস’ রাশ রাশ।
জাতি কি পেল সঠিক কাণ্ডারী
এভাবে যারা করছে পাস।
২১শতকের ২য় দশকে আজ
শাসকেরা চুপ কেন ?
তাহলে কি শাসকেরা
একমত এদের সাথ ?
করবে না কি ভবি কাণ্ডারী
আলোর পথে-
সৃজনশীলতায় বসবাস ?
এর জন্য কে বা কারা দ্বায়ী
ভাবুনতো সূধী-সমাবেশ ?
একবিংশ শতাব্দীর-
প্রথম দশকের প্রথম অর্ধাংশে
চালাচ্ছিল যারা দেশ,
ছিল না তো তখন
বিরাজমান এমন পরিবেশ।
ধন্যবাদ পাবে তাঁরা বেশ বেশ বেশ।

লেখক: সাংবাদিক, কবি ও কলামিস্ট।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন