‘জানার জন্য নয়, জানানোর জন্য শেখো’

  17-05-2017 02:04PM

পিএনএস :কোনো জানি আমার কাছে মনে হয়, ‘জানার জন্য নয়, বরং জানানোর জন্য কোনো কিছু শেখাটা জরুরী বা অতি গুরুত্বপূর্ণ। আমি যদি এটা মনে করি যে, আমার পড়া-লেখার জীবনে যা কিছু শিখেছি তা যদি অন্যকে শেখাবার জন্য শিখতাম তবে হয়তো আরো ভালো করে চর্চা করার প্রয়োজন হতো।

শুধুমাত্র পড়া-লেখার বিষয়ই নয়, জীবনে চলার পথে আমরা যা কিছু শিখি তা শুধু নিজের মধ্যে জমা না রেখে যদি অন্যকে শেখানো যায়, তাহলে একদিকে যেমন নিজের জানাটা পাকাপোক্ত হবে অপরদিকে উপকৃত হবে ঐ ব্যক্তি।

তাই আমি বলতে চাই ‘জানার জন্য নয়, জানানোর জন্য শেখো’ এ উক্তিটি আমার মতে। হয়তো আমার সাথে অনেকই সহমত হতে পারবেন না, আবার অনেকই একমত পোষণ করবেন।

যা’হোক, আমি শুধু আমার মনের অনুভূতি প্রকাশ করলাম।

লেখক: এস এম শামীম
সাংবাদিক

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন