একটু দাঁড়াবে

  31-03-2019 06:00PM

পিএনএস (মাহতাব আব্দুল্লাহ মঞ্জুর) :

একটু দাঁড়াবে!
তাকাবে পেছন ফিরে খেয়ালের ভুলে!
গোলাপ বাগানে সাজানো গোলাপগুলোর থেকে সবচেয়ে লাল-সজীব গোলাপটা এনেছি।
ফুলের প্রণয় বাঁধবো তোমার দীঘল চুলে!

একটু দাঁড়াবে!
তোমার স্নিগ্ধ-কোমল- সূর্যদীপ্ত মুখটা দেখার বাকি!
সহস্র ক্রোশ পথ দিয়েছি পাড়ি,
শ্বাপদসংকুল পথে পা বাড়িয়েছি স্বেচ্ছায়!
তোমায় কিছু বলার ছিল বাকি।

একটু দাঁড়াবে!
মন চায় ঐ কোমলে স্পর্শগুলো রাখি!
ওই আদরের চাতক আমি উড়ছি সুদীর্ঘ কাল ধরে,
ভোরের নরম আলোর মত কাছে আসবে নাকি?

একটু দাঁড়াবে!
তোমায় দেব বলে একমুঠো রৌদ্র-তপ্ত ভালোবাসা এনেছি!
তোমার জন্য সয়েছি কেমন অচিন ব্যথা,
বুকে মাথা রাখো
শুনতে পাবে কথকতা!
তারপরও কি দাঁড়াবে না!
তারপরও দেবে আমায় ফাকি?

ভালোবেসে তবু মন ক্যানভাসে তোমার ছবি আকি।

পিএনএস । জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন