কবিতা-

  04-07-2016 09:54AM

দুঃখির ঈদ
-ইখতিয়ার উদ্দীন আজাদ
*****************
রোজার শেষে ঈদ আসে
নিয়ে খুশির বন্যা,
মোরা যেন দেখতে না পাই
গরীব শিশুর কান্না ।

পথের ধারে পড়ে থাকা
অনাথ শিশুর আহাজারি,
ওদের ছেড়ে কেমনে মোরা
ঈদের খুশি পালন করি।

ঈদের সময় মোরা তো ভাই
রঙ-বেরঙের জামা পাই,
ওদের ঘরে গিয়ে দেখো
ভালো কোন খাবার নেই।

দুঃখ জনক বিষয় হলেও
কথা এটা সত্য ভাই,
ঈদের দিনে ওদের পাশে
দাঁড়াবার কী কেউই নেই ?

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন