সাদা পোশাকে ইংল্যান্ডকে পেলেই জ্বলে উঠেন তামিম

  19-10-2016 07:48PM

পিএনএস: অ্যালিস্টার কুক বলতেই পারেন, “ভাই তামিম, আমাদের সাথে তোমার শত্রুতা কিসের?” প্রশ্ন করার যথাপোযুক্ত কারণ আছে। টেস্টে ৭টি সেঞ্চুরি এবং একট ডাবল সেঞ্চুরির মালিক এই চট্টলার ক্রিকেটারের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড! ইংল্যান্ডকে সাদা পোশাকে পেলেই যেন জ্বলে উঠেন তিনি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ব্যাট হাসলে হেসে উঠে গোটা বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই সবাইকে ছাড়িয়ে। আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামার আগে পরিসংখ্যানগুলো কি একবার দেখে নেবেন তামিম?

২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষিক্ত হওয়ার পর ২০১০ সালের ১২ মার্চ ইংলিশদের বিপক্ষে প্রথম মাঠে নামেন তামিম। ঘরের মাঠ চট্টগ্রামে সেই ম্যাচ খেলতে নেমে ১২৪ বলের ৮৬ রানের এক ঝলমলে ইনিংস উপহার দেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের ৮ ইনিংসে তার রান ৫০৫। গড় ৬৩.১২! যেখানে তার মূল ক্যারিয়ার গড় ৩৯.৪৬।
টেস্টে ৭ সেঞ্চুরির মধ্যে দুটি ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম সেঞ্চুরিটি ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে। ১৫৭ বলে ১০৩ রানের সেই ইনিংসটির কারণে তামিমের নাম লর্ডসের অনারবোর্ডে স্থান পায়। দ্বিতীয় সেঞ্চুরির(১০৮) দেখা পান ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত পরের টেস্টে । আরও দুটি সেঞ্চুরি হতে পারত তার। কিন্তু হেলায় অসংখ্য সেঞ্চুরি মিস করা তামিমের জন্য সেটা আক্ষেপই হয়ে আছে। ছয় বছর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৮৬ এবং মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৮৫। এই৮ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি থাকত তার! ভাবা যায়?
টেস্ট ক্যারিয়ারে ৪২ ম্যাচে ৮০ ইনিংসে ৩১১৮ রানের মালিক তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ তাই তাকিয়ে থাকবে তামিমের দিকে। লম্বা বিরতি দিয়ে টেস্ট খেলা বাংলাদেশ ইংলিশদের বিপক্ষে বেশ নড়বড়ে অবস্থানে আছে। তামিম কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে?

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন