সাকিবদের কাছে লিড চান তামিম

  21-10-2016 06:57PM

পিএনএস : প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের বিপরীতে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। এখনও ইংল্যান্ডের থেকে ৭২ রান দূরে আছে বাংলাদেশ। তবে হাতে রয়েছে আরও পাঁচ উইকেট।

বাকি থাকা পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ১০০ রান লিড নেওয়ার ইচ্ছেই ভরসা জোগাচ্ছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে।

তিনি জানান, ‘আমাদের সাব্বির আর মিরাজ এখনও ব্যাটিংয়ে নামেনি। সাকিবও ব্যাটিংয়ে আছে। তাই আমি মনে করছি ১০০ রানের লিড হলে খুব ভালো হবে। এটা আমাদের জন্য একটা ভালো দিক হবে। যারা আছে তারা মিলিয়ে যদি খুব ভালো কয়েকটা পার্টনারশিপ করে তাহলে ওটা সম্ভব।’

তবে ১০০ রানের একটা ফিগার দেওয়াটা ভুল হবে মন্তব্য করে তামিম বলেন, আগে ইংল্যান্ডের ২৯৩ রানটা ক্রস করা জরুরি। তারপর যতটুকু পারা যায় ততটুকুই ভালো হবে।

চলমান টেস্টের প্রথম ইনিংসে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে তামিম ইকবালের ব্যাটে। ১৭৯ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে গ্যারেথ ব্যাটির বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩১ রানে অপরাজিত রয়েছেন সাকিব।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন