বার্সেলোনায় আরো পাঁচ বছর নেইমার

  23-10-2016 05:34AM


পিএনএস: নেইমারের সঙ্গে আরো পাঁচ বছরের চুক্তি করলো বার্সেলোনা। স্পেনের ক্লাবটিতে ২০২১ সাল পর্যন্ত থাকবেন তিনি। তিন মাস আগেই বার্সেলোনায় থেকে যাওয়ার ব্যাপারে সম্মত হন নেইমার। আর এবার সেটা লিখিতভাবে সম্পন্ন করলেন। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন তার বাই আউট ক্লজ ছিল ১৮০ মিলিয়ন পাউন্ড। সেটা বেড়ে এখন ২০০ মিলিয়নে দাঁড়িয়েছে। আগামী বছর সেটা গিয়ে দাঁড়াবে ২২৫ মিলিয়ন পাউন্ডে। বার্সেলোনায় যোগ দেয়ার পর নেইমার ১৫০ ম্যাচে ৯১ গোল করেছেন। দুই লা-লিগা, এক চ্যাম্পিয়ন্স লীগ ও দুই কোপা দেল রে-র শিরোপা জিতেছেন তিনি। নেইমারের চুক্তি নবায়নের পর বার্সেলোনার কোচ লুইস এনরিকে বলেন, ‘নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি ভাল খবর। বার্সেলোনার সঙ্গে তার উন্নতিটা গুরুত্ববহ। এই ক্লাবটিতে খেলেই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। বার্সেলোনায় সে খুবই সাবলীল। সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটা দারুণ।’ ২০১৩ সালে সান্তোস থেকে ৫৭ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরমধ্যে ৪০ মিলিয়ন নেইমারের বাবা আর ১৭ মিলিয়ন পায় তার সাবেক ক্লাব সান্তোস। তবে অর্থের পরিমাণ আরো বেশি ছিল বলে অনেক মহলের দাবি। এই বিতর্কের সঙ্গে যোগ হয় নেইমারের কর ফাঁকি দেয়ার বিষয়। এই অভিযোগে জুনে নেইমারকে ৫.৫ মিলিয়ন পাউন্ড জারিমানা দিতে হয়।





পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন