জয় থেকে ৯৪ রান দূরে টাইগাররা

  23-10-2016 03:42PM

পিএনএস: ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ৯৪ রান দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উইকেটে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম(২৩) ও সাব্বির রহমান(৩০)।হাতে এখনো ৫ উইকেট আছে টাইগারদের।
এর আগে সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪০ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৬ রান। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ১৭৯ রান করে টাইগাররা।
ওপেনার তামিম ইকবাল ৯, ইমরুল কায়েস ৪৩, মোমিনুল হক ২৭, মাহমুদুল্লাহ রিয়াদ ১৭, সাকিব আল হাসান ২৪ রানে আউট হন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৯ রানে আউট হন প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। মঈন আলীর বলে ব্যালন্সের কাছে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অন্যদিকে হাফ সেঞ্চুরির কাছে এসে বিদায় নেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৪৩ রানে রশিদ আলীর বলে জো রুটের কাছে ক্যাচ আউট হয়ে বিদায় নেন তিনি।
পরে গ্যারেথ বেটির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পা দিয়ে আউট হন মুমিনুল। আর তার পরেই বেটির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজ ঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজন ক্লাসিক কিছু শট খেলে বাংলাদেশের আশার প্রতীক হয়ে উঠছিলেন। কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে ম্যাচে ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় বেটি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন