ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরবেন ম্যাথুস

  25-10-2016 04:05PM

পিএনএস ডেস্ক: পায়ের ইনজুরির কারনে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে এমআরআই স্ক্যান শেষে ম্যাথুস জানিয়েছেন, ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরতে পারবেন তিনি।

ইনজুরির কারণে শ্রীলঙ্কার হয়ে শেষ তিনটি টেস্ট খেলতে পারেননি শ্রীলঙ্কার সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। পুরোপুরি সেরে উঠতে না পারায় আসন্ন ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না তিনি। তাই দলের অভিজ্ঞদের অনপুস্থিতে জিম্বাবুয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি বুড়ো রঙ্গনা হেরাথ।

তবে ইনজুরি শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরতে আশাবাদী অধিনায়ক ম্যাথুস। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি গত দেড়মাস যাবৎ ইনজুরি কাটিয়ে উঠার চেষ্টা করছি। আমি জিম্বাবুয়ে সফরের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে উঠছে না।’

গোড়ালীতে চোট পাওয়া ম্যাথুস আরও বলেন, ‘আমার এমআরআই স্ক্যান করা হয়েছিল। যাতে দেখা যায় আমার পায়ে বহু আঘাতের চিহ্ন রয়েছে। তবে আমি অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিচ্ছি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আমাকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে না। তবে আমি আশাবাদী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ফিরতে পারবো।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন