ইয়াসিরের আরেকটি রেকর্ড

  26-10-2016 02:51PM

পিএনএস ডেস্ক: টেস্ট ক্রিকেটে একের পর এক চমক দেখিয়ে চলেছেন পাকিস্তানের ইয়াসির শাহ। সবশেষ দুবাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেট তুলে নিলেন এ লেগ স্পিনার। এ নিয়ে দেশটির ৭ম বোলার হিসেবে ১ বছরে দু’বার ১০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন তিনি।

এর আগে পাকিস্তানের হয়ে ইমরান খান, আব্দুল কাদির, ওয়াকার ইউনুস, সাকলায়েন মুশতাক, শোয়েব আখতার ও সাঈদ আজমল এ কৃতিত্ব গড়েন।

ইয়াসির শাহর অসাধারণ বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ১৩৩ রানের বড় ব্যবধানে জিতলো পাকিস্তান। সেই সঙ্গে ৩ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে সিরিজও নিজেদের করে নিলো মিসবাহ বাহিনী।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট দখল করেন ইয়াসির শাহ। এ বছরেরই জুলাইয়ে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে চমক দেখান তিনি।

পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর থেকেই বল হাতে বিস্ময় উপহার দিয়ে চলছেন ইয়াসির শাহ। গেলো ম্যাচের মধ্য দিয়ে মাত্র ১৭ টেস্টে পাকিস্তানের হয়ে দ্রুততম উইকেটের সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জয়ের দিনে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন মিসবাহ-উল-হক। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সিরিজ (১০টি) জয়ের রেকর্ড এখন তার দখলে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন