ফের কাঠগড়ায় মরিনহো

  28-10-2016 06:09AM


পিএনএস: রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের অভিযুক্ত হলেন হোসে মরিনহো। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ৩১শে অক্টোবরের মধ্যে তাকে জবাব দেয়ার আদেশ দিয়েছে। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার কারণ দর্শাতে হয়েছে পর্তুগিজ এ কোচকে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পর ইংলিশ ক্লাব চেলতিও এই কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। সর্বশেষ গত অক্টোবরে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়। তার তখনকার দল চেলসি ৩-১ গোলে হারে সাউদাম্পটনের বিপক্ষে। তখন মরিনহো বলেন, ‘আমার দলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজাতে রেফারি ভয় পান।’ আর এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে রেফারির বিপক্ষে মন্তব্য করে বিপদে পড়লেন। ১৭ই অক্টোবর লিভারপুলের মাঠে সফর করে মরিনহোর ম্যানইউ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ওই ম্যাচের আগেই রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মরিনহো। ম্যাচের আগে কোনো রেফারিকে নিয়ে মন্তব্য করা বড় ‘অপরাধ’ বলেই বিবেচিত হয়। আর মরিনহো সেই ‘অপরাধ’ই করেন। বলেন, ‘মিস্টার টেইলর (রেফারি) রেফারি হিসেবে ভালো নৈপুণ্যই দেখান। কিন্তু আমার মনে হয়, কেউ তাকে চাপে রাখে। এ কারণে তার জন্য ম্যাচ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। আমার বিপক্ষে বারবার তার সিদ্ধান্ত ভুল হয়।’ ওই ম্যাচে ম্যানইইর চারজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি টেইলর।


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন