মুশফিকের ‘হাফ সেঞ্চুরি’

  28-10-2016 11:38AM

পিএনএস ডেস্ক: একটি রেকর্ড এখনো বাংলাদেশের দীর্ঘ পরিসরের অধিনায়ক মুশফিকুর রহিমের নামের পাশে রয়েছে। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুশফিকুর রহিম যখন টেস্ট ক্যাপ পেয়েছিলেন তখন তার বয়স মাত্র ১৭ বছর ৩৫১ দিন, যা লর্ডসে রেকর্ড বুকে আজও সবার ওপরে।

কেন? সবচেয়ে কম বয়সে যে লর্ডসে অভিষেক হয়েছে মুশফিকুর রহিমের! ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সবচেয়ে কম বয়সে টেস্টে খেলেছেন মুশফিক।

প্রশ্ন জাগতেই পারে হঠাৎ এ আলোচনা কেন? মুশফিকুর রহিমের তো অভিষেক হয়েছে সেই ২০০৫ সালে। এক যুগ পর এ আলোচনা…। বাংলার টেস্ট কাপ্তান মুশফিক ইংল্যান্ডের বিপক্ষে আজ খেলছেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট।

পাঠকরা ঠিকই পড়ছেন এ ১২ বছরে মুশফিকুর রহিম খেলেছেন মাত্র ৪৯ টেস্ট। অথচ ২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার পর বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ মিস করেননি মুশফিক। মুশফিকুর রহিমের একার পরিসংখ্যানই বলে দেয় টেস্টে বাংলাদেশ কতটা অবহেলিত!

৪৯ টেস্টে মুশফিকুর রহিমের রান ২৭৩৭। ১টি ডাবল সেঞ্চুরি, ২টি সেঞ্চুরি, ১৫টি হাফ সেঞ্চুরি মুশফিকের নামের পাশে। বাংলাদেশের হয়ে এর আগে ‘পঞ্চাশ’ টেস্ট খেলেছেন কেবল হাবিবুল বাশার সুমন (৫০) ও মোহাম্মদ আশরাফুল (৬১)।

অভিষেকে আলো ছড়াতে ব্যর্থ হলেও নজর কেড়েছিলেন মুশফিক। লর্ডসে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে হোভে ১৮ ও ৬৩ রানের ইনিংসের পর নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ১১৫ রান করেন মুশফিক। এরপর অভিষেক লর্ডসে। প্রথম ইনিংসে ৫৬ বলে ১৯ ও পরের ইনিংসে ৯ বলে ৩। শুরুটা ভালো না হলেও দিনকে দিন মুশফিকুর রহিম নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে।।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড মুশফিকের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২০১১ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর মুশফিকুর রহিমের হাত ধরে ২৫ ম্যাচের ৪টি জিতেছে বাংলাদেশ। হেরেছে ১২টি। আর ড্র করেছে ৯টি ম্যাচ।

ব্যাটিং, অধিনায়কত্ব, দায়িত্ব, চাপ সামলে বাংলাদেশকে উৎসবের উপলক্ষ তৈরি করে দিয়েছেন মুশফিক। ফিটনেস ধরে রেখে বাংলাদেশকে সাদা পোশাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাক মুশফিক; এটাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন