তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ মঈন

  28-10-2016 07:50PM

পিএনএস: ইংলিশদের বিপক্ষে নিজের তৃতীয় শতক হাঁকালেন তামিম ইকবাল। এমন অসাধারণ নৈপুণ্যে বাহবা মিলবে না সেটা কি হয়? তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাঁর গুণগান করলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈন আলী বলেন, ‘আমি মনে করছি আমরা এখনও ঠিক জায়গায় আছি। তামিম দুর্দান্ত ব্যাট করেছে। ও সব অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। অবশ্য ও আজ সব বোলারকেই খেলেছে। তারপরও কঠিন অবস্থা থেকে আমরা ফিরে এসেছি।’

তিন উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছি এমনটি উল্লেখ করে মঈন আলী বলেন, ‘আবারও ভালো একটা লড়াই উপভোগ করলাম। যদিও আমরা তিন উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছি। তারপরও সবমিলে চিন্তা করলে আমরা বোলিং ভালো করেছি। যেখানে ১৭০ পর্যন্ত এক উইকেট ছিল। আর শেষ দিকে ২২০ রানেই অলআউট। সত্যিই দারুণ একটা দিন শেষ হল।’

এদিকে ম্যাচ শেষে তামিমের আক্ষেপ আরও ১০০ রান হলে ভালো হতো। তারপরও আশাবাদী তিনি। ‘শেষ ৭ জন ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে তার ব্যাখ্যা হয়না। এর পেছনে কোন অজুহাতও দাঁড় করাতে চাই না। তবে আরও ১০০ রান দরকার ছিল। ২২০ নিয়েও বোলাররা যেভাবে শুরু করেছে তাতে আশাবাদী। কাল দ্রুত তাদের অলআউটের চেষ্টা করবো। যদিও আমারদের বোলাররা দ্রুত উইকেট নিতে পারে তবে ভালো ফল আসতে পারে।’



পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন