শনিবার সর্বোচ্চ ২ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা

  28-10-2016 10:42PM


পিএনএস: ১ রানের মাথায় ইমরুল কায়েস আউট। দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মুমিনুল হক ১৭০ রান তুললেন।

এরপর বালুর বাধের মতো ভেঙে গেল বাংলাদেশের পরবর্তী ব্যাটসম্যাদের প্রতিরোধ। ১ উইকেটে ১৭১, সেখান থেকে ২০০ রানেই অলআউট বাংলাদেশ।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তোলে। এরপর বৃষ্টি এনে বাগড়া দেয়। সে কারণে ১১.৩ ওভার বাকি থাকতেই স্ট্যাম্পড হয়ে যায় প্রথম দিন।

বৃষ্টি বাগড়া না দিলে বাকি ১১.৩ ওভারে অনেক কিছুই ঘটতে পারত বলে ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস। কিন্তু বেরসিক বৃষ্টি সেটা আর হতে দিল কই। এখানইে যে শেষ নয়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শনিবারও।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৭ কিলোমিটার। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চলবে রোদ-মেঘের লুকোচুরি।

গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এ সময়। বেলা গড়িয়ে দুপুর হলেই বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার সর্বোচ্চ ১.৫ ঘন্টা ও সর্বনিম্ন ১ ঘন্টা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ ২ মিলিমিটার ও সর্বনিম্ন হবে ১ মিলিমিটার।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন