এবারের ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড ইনিয়েস্তা'র

  14-10-2014 06:10PM

পিএনএস স্পোর্টস : ১৩ অক্টোবরের সকাল বেলা। আন্দ্রেস ইনিয়েস্তা হাজির হলেন মোনাকো-তে। সঙ্গে ছিলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর আনদোনি জুবিজারেতা, তার স্ত্রী আনা ওরতিজ এবং তার এজেন্ট র্যা্মন সস্ট্রিস।
উদ্দেশ্য-জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড দেওয়া হয় ইনিয়েস্তাকে।

এই পুরস্কার জয়ে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের মহিলা ফুটবলার মার্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইয়া ইয়া তোরে, ফ্রাঙ্ক রিবেরি, থিয়াগো সিলভা, ওয়েন রুনি, আন্দ্রেয়া পিরলো, ম্যানুয়েল ন্যুয়র ও থিয়েরি অঁরিকে।
এর আগে গোল্ডেন ফুট জিতেছেন রোনালদো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, ফ্রান্সিসকো টট্টি, জ্রাতান ইব্রাহিমোভিচের মতো ফুটবলাররা। গত বছর পুরস্কারটি জিতেছিলেন দিদিয়ের দ্রগবা।
উল্লেখ্য, ২৮ বছরের উর্ধ্বে বয়সী খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। ২০০৩ সালে এই অ্যাওয়ার্ড চালু হয়। প্রতি বছর মোনাকোতে বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
-ওয়েবসাইট।


পিএনএস/এন এস/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন